ঘাস সম্পর্কীয় আমরা
কিভাবে যে কাগজ সম্পর্কে এলাম বুঝতে পারিনি !
যতদূর মনে করতে পারি
সাবাই সন্ধ্যে মাথা তুলে দাঁড়িয়েছিল ক্লান্ত পেঁচা ,
গুচ্ছাকারে কেটে নিয়ে যাচ্ছিল কালু - ঘাসিয়ারা ।
এখান থেকে এক মাইল পথ হেঁটে গেলেই তার বাড়ি
বাড়ি তো নয় , যেন টিনশেডে সম্পর্কঘাসের আড়ত
এখান থেকে দলে দলে ঘাস যেত কাগজ-কলে ;
কাগজেরা নিজেদের কথা বলে,
ঘাসেদের কথা তারা বলে না !
অক্সিজেন সম্পর্কীয় আমরা
কিভাবে যে কাটাকুটি খেলা সম্পর্কে এসে গেলাম
মনে করে ঠিক ঠাহর করতে পারিনা !
জলবাহিত
কোথা হতে আসে জলস্রোত ?
খুঁজতে খুঁজতে সরু হয়ে আসে নদী
এর পরেই যেন হিমবাহ হয়ে যাবে,
ভাস্কর চক্রবর্তী'র কবিতা সমগ্রে
চায়ের কাপ রেখে ঘুমিয়ে পড়েছিল যে ছেলেটা
সেও স্বপ্ন দেখে
শিরদাঁড়া বরাবর নেমে আসছে বরফগলন নদী
আর , দু'দিকে সাদা পাতার মতো প্লাবনভূমি
মাঝখানে একটা কাগজের নৌকা বুঝতে পারেনা
আসলে সে কোনদিকে যাবে !
কোন-দিকে গেলে হিমবাহ হয়ে যাবে খরস্রোতা ?
জ্বরবাহিত
আজ যার জ্বর , কাল তারও মন-খারাপ ছিল !
থার্মোমিটারের মত চায়ে বিস্কুট ডুবিয়ে
পৌঁছে গেছিল সম্পর্কের প্রয়োজনীয় তাপে,
চাদরের প্রতিটা দিন ৯৯ এর উপরে থাকে
কেননা, তার অনেক পুরনো মনখারাপ
অনেক পুরনো বিছানায় পালক চাপা দিয়ে যায় হাঁস ঈশ্বরী,
ডিম তো সন্তান ওদের
অতে কিছু নেই ! যা আছে তাপের কারিগরি..
এভাবেই ১০১ - এরও বেড়ে যায় জ্বর !
১০৩ তোমার মনখারাপের এক্সট্রিম - পয়েন্ট
তারপর ভেঙে যায় ডিম, শুরু হয় পারদসফর
No comments:
Post a Comment