Tuesday 10 December 2019

নাসির ওয়াদেন

মল্ল সাহিত্য ই-পত্রিকার প্রকাশনা  সম্পাদক- অভিজিৎ দাসকর্মকার











স্বপ্নতরু      নাসির ওয়াদেন

নিষিদ্ধ মাটির বুক চিরে এসেছিল
যে বৃক্ষটি, একান্ত সোহাগ পেয়ে
তাকে যতই বারণ করি না কেন
একদিন আকাশ ছুঁয়ে ফেলবেই

আসকারা মাছের খিদে সাময়িক
একটা অন্ধকার-হুঙ্কার ভয় পায়
আলোর মচ্ছব চলে, সুড়ঙ্গ পথে
ভোরের আলোর আগেই বাতাস ডাকে

স্বপ্নতরু জেগে থাকে শুকতারার কোলে
স্বপ্নের মায়াজাল ছিঁড়ে,প্রজাপতি রঙ
ডানা মেলে উড়ে স্বপ্নচারী মায়াবী মন
তরুও ভালবাসে পরিজনে, আত্মজনে

ভোর হওয়ার পূর্বেই স্বপ্নতরু ডানা মেলে,,,,

No comments:

Post a Comment