Friday 27 December 2019

শাহীন রায়হান

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ১-ম বর্ষ , ২৮১-তম প্রয়াস









মুখশ্রী              শাহীন রায়হান
কতগুলো পুরনো ছবি
হাঁটু গেড়ে আনমনে বসে থাকে স্মৃতির জানালায়
তারপর হৃদয়ের আলপথ মাড়িয়ে নীরবে দাগ কাটে
কামনার ঝুল বারান্দায় -

তখন শীতের জমানো জড়তা ভেঙে
ঘুমন্ত পাখির মতো জেগে ওঠে দুধ কুয়াশা রাত
দূর হিজলের বন সরিষা মটরশুঁটি।

অন্ধকার পৃথিবীর দু'চোখে খেলা করে প্রেমময় আলো
আর আমি বিরহ পাথর কেটে আমার উদ্যানে গড়ি
তোমার সেই মুখশ্রী।


No comments:

Post a Comment