মল্ল সাহিত্য ই-পত্রিকা , ১-ম বর্ষ , ২৮২-তম প্রয়াস
হাইকু কবিতা
হাইকু কবিতা
১ টি প্রাণ সোনালী মণ্ডল আইচ
উপচে গেলে
পোর্টফোলিওর যে
দুলকি চাল
গলার সুরে
গীতগোবিন্দ ছন্দ
লাগে না মন্দ
দরজা খোঁজে
দিকবিদিক সব
অতিথি নাম
তরজা বুঝে
পগারপার যাঁরা
কড়চা লিখে
পথিক হাল
জামিনদার প্রেম
ছুঁইয়ে ডাকে
ঠিকানা লেখা
হাবিলদার রাগে
চোখ রাঙায়
চেঁচিয়ে কয়
জলকামানটা দে
ভিজল সব
শীতের ভয়
থরথরিয়ে কাঁপে
বৃষ্টি খুউব
পিছল পথ
গড়গড়িয়ে তুমি
নামতা গাও
ধানের বীজ
বাজারদরে আমি
বস্তা বাঁধনে
বিকিয়ে যাই
তোমার কাছে রোজ
একটু করে
লিখিয়ে নাও
চৌকাঠের ঠিকানা
দরজা খুলে
No comments:
Post a Comment