Tuesday 31 December 2019

হরিৎ বন্দোপাধ্যায়

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ১-ম বর্ষ , ২৮৪-তম প্রয়াস








পাখি রঙের আকাশ ---- ২      হরিৎ বন্দোপাধ্যায় 

নদী পার হয়ে রহমান চাচার হাতে পয়সা দিতে গিয়ে দেখি সকাল হচ্ছে। দু'হাত ভরা সূর্য। পয়সাটা কোথায় যেন ডুবে গেল। চাচা দাঁড় হাতে দিগন্তের দিকে তাকিয়ে। গায়ে লেগে জল মাটি ; ভেসে আসছে ভেজা মাটির গন্ধ -------- যেন একখণ্ড জন্মভূমি। মনে পড়ে, একসময় গাছের নিচে বসে স্থির হতাম। দুহাত বাড়িয়ে সে আলো দেখাত। জীবনের সমীকরণে অভ্যস্ত গাছ বলত, যখন তখন যেখান সেখান থেকে খুশি জীবন। আলো গড়িয়ে আসে হাতে। আলো গড়িয়ে গড়িয়ে পথে। রহমান চাচা বট গাছের মতো মেরুদন্ড সোজা করে নৌকার ওপর দাঁড় হাতে দাঁড়ায়। হাতের সূর্য এখন মাথায়।

No comments:

Post a Comment