এই তো নরদেহ সঞ্জয় চক্রবর্ত্তী
সেই তো এখন কুঞ্জবনের বাঘ,
যার স্বপ্ন অলীক সিক্ত অনুরাগ ।
প্রসিদ্ধ পরাজয় সম্পূর্ণ নয়, অর্ধশায়িত ।
গোষ্ঠী কোন্দলে ন্যুজদেহ আলুলায়িত
বন্ধনহীন মুক্ত অসীমতায় বাড়ে ।
অনন্ত আলোকবর্তী, প্রহ্লাদ ঋত ।
জাহ্নবী ঋষির হর্ষে অনেক দূর ।
মহুয়ার ধূসরিত নেশা পিনোন্নত,
কুচযুগে মেঘলা মেঘলা ।
এই তো নরদেহ,
অচল অবরোধে আজ বিলাপী বসন্ত ।
খুব গভীর ভাব সমৃদ্ধ কবিতা
ReplyDelete