Tuesday, 10 December 2019

সঞ্জয় চক্রবর্ত্তী

  







এই তো নরদেহ   সঞ্জয় চক্রবর্ত্তী

সেই তো এখন কুঞ্জবনের বাঘ,
যার স্বপ্ন অলীক সিক্ত অনুরাগ
প্রসিদ্ধ পরাজয় সম্পূর্ণ নয়, অর্ধশায়িত

গোষ্ঠী কোন্দলে ন্যুজদেহ আলুলায়িত
বন্ধনহীন মুক্ত অসীমতায় বাড়ে
অনন্ত আলোকবর্তী, প্রহ্লাদ ঋত

জাহ্নবী ঋষির হর্ষে অনেক দূর
মহুয়ার ধূসরিত নেশা পিনোন্নত,
কুচযুগে মেঘলা মেঘলা
এই তো নরদেহ,
অচল অবরোধে আজ বিলাপী বসন্ত

1 comment:

  1. খুব গভীর ভাব সমৃদ্ধ কবিতা

    ReplyDelete