Tuesday, 31 December 2019

রোনক ব্যানার্জী

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ১-ম বর্ষ , ২৮৪-তম প্রয়াস







খোয়াবনামা      রোনক ব্যানার্জী

এই মধ্যরাতের চাঁদ আমার প্রেমিকা
দু-চারটি স্পঞ্জের হৃদয় হতে প্রেমরস থিতিয়ে পড়ছে,
পানপাতার আঁচলে মুখ ঢেকেছে আমার যৌবন
পর্ণকান্ডে বিঁধে আছে অভিমানী পালক।

দুর্বল একটি আগুন জ্বলছে ডায়রীর পাতায়
ঝাঁপ দিয়ে মরছে স্মৃতিমাখা জিজিপাস
আতর মেখে ব্যালকনিতে বসে আছে ব্যর্থ চাতক
গোলাপের পাপড়ি গুলো যেনো চিপসের প্যাকেট।

প্রেম একটি আর্ট ফিল্ম, পরিচালক স্বয়ং বিধাতা
সত্যান্বেষী প্রেমিকার দরজায় ক্রাচের টোকা,
বিশ্বস্ত মোমবাতি জুলুমের ম্যাচবক্সে পুড়ছে
ভূমিকম্পে ফেটে যাচ্ছে প্রত্যাশার উপমহাদেশ।

মায়ার মন্দিরে দুলছে আবেগের পেন্ডুলাম,
উদ্বাস্তু অমোঘ টান কর্পুরের মতো উর্দ্ধপাতিত
সংযমের করিডরে সমর্পনের শিকল বাঁধা;
খোয়াবের ঋজুদন্ড  ধুপের ধোঁয়া হয়ে মিশছে সম্পর্কের শিলমোহরে।


No comments:

Post a Comment