Thursday 26 December 2019

সুজিত রেজ

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ১-ম বর্ষ , ২৮০-তম প্রয়াস









সুজিত রেজের ৩টি কবিতা

তিন সত্যি


প্রত্যেকেই একবার না একবার ডুবেছে
কেউ পরীক্ষায় কেউ পরিখায়
প্রত্যেকেই একবার না একবার ভিজেছে
কেউ ঝর্ণায় কেউ  কান্নায়
প্রত্যেকেই একবার না একবার বসেছে
কেউ ধন্নায় কেউ ছাঁদনায়


ট্যাটু


আমারই বাহুমূলে আমি খনন করেছি ট্যাটু
জানি একদিন নিশ্চিত জানি
                            মুছে দেবে জলীয় বাষ্প

গানের কোনও বাস্তু হয় না
বালির যেমন মঞ্চ
তবুও, ট্যাটু-গান-বালিখাদানের অন্বেষণে
আমি বেদুইন প্রমোটার
আমার ভিতরে দিনরাত ছোবল মেরেই চলে
আমারই অলটার


জল


জল থেকে খসে পড়ে জলের খোলস
সে তো জলই তবে কেন মিছে জলদোষ
আকাশ থেকে তারাই খসে অন্য কিছু নয়
হাত পেতে লুফে নিয়ে পোড়াও হৃদয় 

No comments:

Post a Comment