Thursday 26 December 2019

রথীন পার্থ মণ্ডল

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ১-ম বর্ষ , ২৮০-তম প্রয়াস







সমুদ্রস্নান    রথীন পার্থ মণ্ডল 

একসাথে ন-মাস কাটিয়ে, তারপর আমরা বেরিয়ে গেছি যে যার মতো,
আমি কখনো আকাশ দেখেছি দুর্জয়, কখনো শহুরে ঘ্রাণে আমার দম বন্ধ হয়েছে।
পা ডুবিয়ে হেঁটে গেছি অনেকটা পথ, বৃষ্টিতে ভিজে কাদার ছিটে গায়ে মেখে
তুমি নাকি আকাশ হয়েছ ! পাখিগুলো তোমার কথাই আজকাল বলে মেঘকে।

আমার ভালো লাগে তোমার সমুদ্র- তাই আমরা বিপরীত অভিমুখে
আমার গাল ছেয়ে গেছে দাড়ি গোঁফে-ব্রণতে, তুমি চিনেমাটি চকচকে।
সস্তা হোটেল, ফুটপাতের খাবার আমি রোজ খাই, দেরি করে ঘুমাই রাতে‌‌
চাকরিটা ছেড়েছি এই কিছুদিন হল, এখন শুধু ছবি আঁকি সমুদ্রস্নানের।

No comments:

Post a Comment