Tuesday, 10 December 2019

চিরঞ্জিৎ বৈরাগী

মল্ল সাহিত্য ই-পত্রিকার প্রকাশনা  সম্পাদক- অভিজিৎ দাসকর্মকার










ছেঁড়া পাল    চিরঞ্জিৎ বৈরাগী


একটু বিশ্রাম চাই
অবকাসে নয়
বাস্তবের মাটিতে
আর কোমল হাওয়ায়

মলিনতা মিশেছে বেদনায়
রঙ বড্ড ফিকে
অস্তিত্বের সংকটে
সবুজ গাছের চেহারায়

রুক্ষতা শ্বাস- প্রশ্বাসে চেতনায়
বালির বাঁধ নিমেষেকে ভাঙে
সকল বিবেক
কামনা বাসনায়!

হারানো সুখে একবুক পিপাসায়
খুঁজছে আরো আরো
পাওয়ার নেশায়
ছেঁড়া পাল এখন সভ্যতায়!

No comments:

Post a Comment