Thursday 26 December 2019

চিরঞ্জিৎ বৈরাগী

মল্ল সাহিত্য ই-পত্রিকা , - বর্ষ  ২৮০-তম প্রয়াস








অসনী সংকেত         চিরঞ্জিৎ বৈরাগী
আলেয়ার রেখা ঘরে-বাইরে
বহুমুখী সংকেত লাল-নীল-সবুজে সভ্যতার বুকে;
শিক্ষায় অরুচি জ্ঞানে ভাটা, পরিবারের শাসন গেছে চুকে।
দিকে দিকে ভাঙো ভাঙো রব, মূর্ছিত সমাজ;
নেড়িকুত্তার জঘন্য রাজত্বে ছারখার দেশ।
কালোপতাকার মিছিলে নির্লজ্জ অমানবিকতার ছাপ, বেবাক চলে;
বর্বরতার লেলিহান শিখা, তন্ত্রীতে বাজে।
হাড়হিমে আঘাত বীণার তারে,
দস্যুর করাল আক্রোশে ভয়াল রক্তবীজে;
প্রস্ফুটিত ফুলের সৌন্দর্যে অরাজকতা নামে!
অচেতন জীব নির্ভয়ে কন্ঠ রোধে,
বাঁচার শত চেষ্টা বেদনার রাস টানে;
নৃশংস অপরাধ বিষধর ছোঁবোল হানে।

No comments:

Post a Comment