Tuesday 10 December 2019

প্রসেনজিৎ আচার্য

মল্ল সাহিত্য ই-পত্রিকার প্রকাশনা  সম্পাদক- অভিজিৎ দাসকর্মকার








অনাত্ম     প্রসেনজিৎ আচার্য

কারা যেন আমার মৃতদেহটাকে ছুঁয়ে ছুঁয়ে দেখছে
 বত্রিশ জিবি মুখে আত্মীয় কেউ কেউ
কিছু নরম আঙুল, বুকের ওপর হাতড়ে বেড়াচ্ছে
    কি সব খুঁজে চলেছে!
দিনের আলোতে যা খুঁজে পাওয়া যায়নি,
অবলুপ্তির নীল অন্ধকারে কোথায় পাবে তাকে?
     আধখানা আগুনের চাঁদ দীর্ঘশ্বাস ভাইব্রেশনে!
অবক্ষয়ের হলুদ কিনারায় কিছু শীত শক্ত আঙুল ,
      অন্তরীপ নির্দেশ আমার পরজন্মের !
মোচার খোঁসার রঙে ঢেউ আসে হয়গ্রীবের খুড়ে
      লাশটা এবার নড়ে ওঠে
 ভষ্ম কুড়ানোর জন্য অন্তর্বাস মেলে ধরে

No comments:

Post a Comment