Tuesday, 31 December 2019

বন্যা ব্যানার্জী

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ১-ম বর্ষ , ২৮৪-তম প্রয়াস







সময়    বন্যা ব্যানার্জী


চলতি পথে হঠাৎ আলগা মুঠো
ভ্রু - কুঞ্চিত লুকোনো কিছু শ্লোক
উড়েছে পথে কতক ধূলো- বালি
বয়েছে কিছু সয়েছে কিছু চোখ।

শব্দ কুড়োন বিকেলের ভালোবাসা
কিংবা সকাল সেতারের সুরে রাঙে
শীতের আমেজ সবুজ চাদরে বোনা
ছুটিতে কি আজও দেরি করে ঘুম ভাঙে!

জলের কথা জলেই মিলিয়ে গেছে
আল্পনা শুধু দাগ রাখে চৌকাঠে
নিজেকে হারিয়ে নিজের কাছেই ফেরা
চেনা সময়টা অপেক্ষাতেই কাটে।

পড়ন্ত হাত রাখে দরজায়
দাঁড়ি,কমা আর সেমিকোলনের সাথে
ভাঙা পোট্রেট দেওয়ালের কোণে রাখা
কংক্রিট মন জীবন অন্য খাতে।

No comments:

Post a Comment