মল্ল সাহিত্য ই-পত্রিকা , ১-ম বর্ষ , ২৮১-তম প্রয়াস
হঠাৎ ঘুম ছাব্বির আহমেদ
চলতে চলতে হঠাৎ ঘুম পায়, ঘুমের গভীরতা হয় অতি কষ্টদায়ক।
প্রতিনিয়ত নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পর, ঘুম আসে ক্লান্ত শরীর বিশ্রামের আসায়।
মনের আবেগ আকাঙ্খা এক নিমেষে জলাঞ্জলি।
ঘর-বাড়ি, পুরানো স্মৃতি, বন্ধু; কে কখন কোথায়?
কারো কৃতিত্ব থাকেনা, কেউ ঘুম ভাঙাতেও পারেনা।
পাখি আকাশে উড়ে, সুন্দর ডানা মেলে ঘুমের দেশে পাড়ি দেয়।
ঘুমকে কেউ আটকাতে পারেনা, ঘুম সবার আসবে চিরন্তন।
No comments:
Post a Comment