মল্ল সাহিত্য ই-পত্রিকা , ১-ম বর্ষ , ২৮০-তম প্রয়াস
মন গোপা ব্যানার্জী
আজ একাদশী সারাদিন উপোস থাকবি বুঝেছিস?
সদ্যো বিধবা বৌমাকে মনে করিয়ে দিলেন শাশুড়িমা।
আমার ছেলেটাকে তো খেযেচিস,পেট
ভর্তি ,তাইএকদিন না খেলে মোরে যাবিনা ।
নিপার পেটে তার স্বামীর ভালবাসার অস্তিত্ব নড়ে উঠে জানান দিল তার উপস্থিতির ।
মেয়েরা চাঁদে যাচ্চে,ইংলিশ চ্যানেল পেরোছে,
এভারেস্ট জয় করছে,সমপ্রেম,পরকীয়া,বৈধতাপাচ্ ছে ।
তবে কেনো চার দেয়ালের ভেতরে এখনো এতো অন্ধকার?
নিপার চোখের জল গাল বেয়ে ঝরতে লাগলো।
আট মাস হলো বিয়ে হয়েছে নিপার ডক্টর অরিক সেন এর সাথে ।
দুই বাড়িতেই খুশির বন্যা বইছিলো,খুব আনন্দেই কাটছিলো দিন গুলো ।
সেদিন হসপিটাল যাবার পথে ব্রীজ ভেঙ্গে পোড়ল অরিনের গাড়ীর ওপরে আর নিপার স্বপ্নটা ও ভেঙ্গে চুরমার হয়ে গেলো।
দোষটা কার ?
No comments:
Post a Comment