মল্ল সাহিত্য ই-পত্রিকা , ১-ম বর্ষ , ২৮৩-তম প্রয়াস
দেউলিয়া অনিন্দিতা মুখার্জী
দেউলিয়া..
রূপের স্ফুলিঙ্গ , বসন্তের সমাহার ।
দেউলিয়া..
আদম ইভ ভালোবাসা ,সম্পদের জৌলুস ।
দেউলিয়া..
সম্পর্কের বাধন ,অভিমান ,অহঙ্কার।
স্মৃতির এলোপাথারি ঢেউয়ে ;
বাজে বিষণ্ণতার বাঁশি ।
জীবনের শেষ হিসাবের খাতায় ,
পড়ে থাকে---
ধর্ষণ,ঘুষকেলেঙ্কারি,পরকীয়া ,ধর্মের হানাহানি,হত্যা
পড়ে থাকে---
কবিতার খাতা,অপেক্ষারত প্রেম ।
মহাপ্রস্থানের পথে ---
উপাসনারত সাধ্বী ।
শতাব্দীর সেরা ---
বহমান সময় ।
No comments:
Post a Comment