মল্ল সাহিত্য ই-পত্রিকা , ১-ম বর্ষ , ২৮০-তম প্রয়াস
বিপদ সৌমী আচার্য্য
বিপদ সৌমী আচার্য্য
অরণ্যা এই ছেলেটাকে দেখলেই ভেতরে ভেতরে তেতো হয়ে ওঠে।নাচের স্কুলে আসতে যেতে জে.এন.এম হাসপাতালের মোড়ে ছেলেটাকে আড্ডা মারতেই দেখে সব সময়।এই অঞ্চলে নাচ শেখানোতে মায়ের আপত্তি থাকা সত্ত্বেও অরণ্যা আসে।মেথর পট্টির বাচ্চাগুলোর হাসিমুখ ওকে টেনে আনে।যে যা পারে দেয়,তবু সপ্তাহে একদিন কোনভাবেই কামাই করে না অরণ্যা।
"আব্বে বেশি কথা বলবি না বোকা..."
ছেলেটা অরণ্যাকে দেখে চুপ করে যায় তবু একরাশ ঘৃণা উগরে দেয় ও ,চোখ দিয়ে ।ছেলেটার ফ্যাশানের চুল ,বোতাম খোলা জামার ফাঁক দিয়ে রোমশ বুক সবটাই বিরক্তির উদ্রেক করে।শুধু চোখ দুটোতে কেন যে বুক শিরশির করে বারবার।কিন্তু আজ আর মোড়টা পেরোতে পারে না চিৎকার চ্যাঁচামেচি,দাউদাউ আগুনে অরণ্যা বিভ্রান্ত হয়ে যায়।একটানে কেউ রাস্তা থেকে সরায় ওকে...
"ম্যাডাম যাবেন না রাস্তায়,আমার সাথে আসুন।"
"না। ছাড়ুন আমার হাত যাবো না আপনার সাথে ছাড়ুন।"
ঠিক তখনি কুড়ি পঁচিশ জন বাঁশ হাতে চিৎকার করে ছুটতে ছুটতে আসতে থাকে ,মারতে থাকে নির্বিচারে সবাইকে।অরণ্যার হাত চেপে ধরে জোড় করে পাশের কোয়ার্টারের সিঁড়ি ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয় ছেলেটা।অরণ্যা আতঙ্কে ফ্যাকাশে হয়ে যায়।দরজায় পিঠ দিয়ে ঘাড় কাৎ করে তাকায় ছেলেটা...এমন ভরসা বহুদিন পায়নি অরণ্যা।হাতটা ছাড়াতে ইচ্ছা করে না।
No comments:
Post a Comment