মল্ল সাহিত্য ই-পত্রিকা , ১-ম বর্ষ , ২৮১-তম প্রয়াস
একচিলতে রোদ পিয়ালী পাল
পশ্চিমের তেতলার বারান্দায় ঝুমা যখন তার অতীতের স্মৃতিচারণায় বিভোর তখন একচিলতে সোনালি রোদ আমগাছের ফাঁক দিয়ে তার গহন কালো ঢেউ খেলানো চুলের মাঝে এসে উঁকি দিচ্ছে । পৌষের মিঠেল রোদটা ঝুমাকে দিচ্ছিল এক অন্যরকম আস্বাদ তার পুরানো স্মৃতি আস্বাদন করতে। কারণ ঠিক ঐ রকমই এক পৌষের মিঠেল রোদেই এলো ঢেউ খেলানো চুল নিয়ে দাঁড়িয়ে থাকা ঝুমার হৃদয় আন্দোলিত হয়েছিল রাজুর প্রেমে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই প্রেম এখন অতীতের স্মৃতিতেই বন্দী। কারণ গত দুই বছর আগেই রাজু তার মারণরোগ নিয়ে এই পৃথিবী ছেড়ে চিরদিনের মতো বিদায় নিয়েছে। কিন্তু রেখে গেছে সেই একচিলতে রোদের সুমধুর স্মৃতি যা ঝুমাকে এখনো সঙ্গ দিয়ে চলেছে। রাজুর বলা, না বলা কথাগুলো সবই ব্যক্ত হচ্ছে ঐ "একচিলতে রোদ"-এর মাধ্যমে॥
একচিলতে রোদ পিয়ালী পাল
পশ্চিমের তেতলার বারান্দায় ঝুমা যখন তার অতীতের স্মৃতিচারণায় বিভোর তখন একচিলতে সোনালি রোদ আমগাছের ফাঁক দিয়ে তার গহন কালো ঢেউ খেলানো চুলের মাঝে এসে উঁকি দিচ্ছে । পৌষের মিঠেল রোদটা ঝুমাকে দিচ্ছিল এক অন্যরকম আস্বাদ তার পুরানো স্মৃতি আস্বাদন করতে। কারণ ঠিক ঐ রকমই এক পৌষের মিঠেল রোদেই এলো ঢেউ খেলানো চুল নিয়ে দাঁড়িয়ে থাকা ঝুমার হৃদয় আন্দোলিত হয়েছিল রাজুর প্রেমে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই প্রেম এখন অতীতের স্মৃতিতেই বন্দী। কারণ গত দুই বছর আগেই রাজু তার মারণরোগ নিয়ে এই পৃথিবী ছেড়ে চিরদিনের মতো বিদায় নিয়েছে। কিন্তু রেখে গেছে সেই একচিলতে রোদের সুমধুর স্মৃতি যা ঝুমাকে এখনো সঙ্গ দিয়ে চলেছে। রাজুর বলা, না বলা কথাগুলো সবই ব্যক্ত হচ্ছে ঐ "একচিলতে রোদ"-এর মাধ্যমে॥
No comments:
Post a Comment