Saturday 28 December 2019

পৃথা চ্যাটার্জি

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ১-ম বর্ষ , ২৮২-তম প্রয়াস
কবিতা






আলোকিত তুমি   পৃথা চ্যাটার্জি 

সন্ধ্যা নামা দেখেছি 
ক্লান্ত সূর্যের কাছে দাঁড়িয়ে 
হিম আকাশে তখন একটাও নক্ষত্র ছিল না 
কথাগুলো জড়িয়ে বলছিলে
তারপর ...
হৃদয়ের প্রতিধ্বনি শুনেছি 
সমস্ত শরীর ভেঙে নেমেছে শ্রাবণ প্রথম পৌষে 
অদ্ভুত ভাবে মন্দিরের ঘন্টাধ্বনি আর আজানের সুর ভেসে এলো 
একটা ফানুস মনের আলোয়  উড়ে গেল দূরে ... বহু দূরে 
এতো পবিত্র সন্ধ্যায় কারো বাড়ি থেকে পচা মাছ ভাজার গন্ধ ভেসে আসতেই 
অস্থির হয়ে নেমে এলাম ছাত থেকে ।
বিবর্তিত আলোর প্রতিফলনে তোমাকে দেখলাম 
বিশুদ্ধ চুম্বনে আলোকিত তুমি ...

No comments:

Post a Comment