Wednesday, 1 January 2020

চিরঞ্জিৎ বৈরাগী

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ১-ম বর্ষ , ২৮৫-তম প্রয়াস

সুখের খোঁজে      চিরঞ্জিৎ বৈরাগী

আঙুলগুলি অবশ...
না লেখা কথার প্রাচীর ভাবতে বসে,
লম্বা নখগুলির প্রায়শ্চিত্ত করি
ধারাল ব্লেড দিয়ে,

চামড়ার কালো দাগগুলি বিশ্রী
ছোবড়ার নীচেও অপরিস্কার
মনের ময়লা রক্তের সাথে,

চেষ্টার গভীর সমুদ্রে
হাবুডুবু খেলাম কয়েশত বার,
ইন্দ্রের রাজপ্রাসাদ খুঁজে পেলাম না।

মুঠো মুঠো হলমার্ক সোনা কিনলাম;
অলংকারে রূপ দেব বলে,
প্রেতাত্মার বসবাস ঘরে।

দামী লেপ-কম্বল বিছানায় বেশ সাজে
আমি ছাড়া, সে-ও এখন বেশ সুখে।









No comments:

Post a Comment