বৈশাখ : পাপিয়া মন্ডল
এলো এলো বৈশাখ।
নতুনেরে দিল ডাক;
পুরাতন তবু নয় পর ।
পুরানো যদিগো যাবে,
নুতন আসিবে তবে;
সব মিলেমিশে একাকার।
যারা গেল তারা যাক।
যারা এলো জুড়ে থাক;
এই বুঝি নিয়মের সংসার।
বন্ধু শত্রু হবে,
শত্রু মিলায়ে যাবে;
শেষ মেষ রবেনা কেউ আর ।
আসা যাওয়া হবে যত,
বর্ষ ফুরাবে তত;
বসন্ত পেরিয়ে গ্ৰীষ্ম আবার।
এলো রে এলো রে বছর ঘুরে ফের বৈশাখ....
No comments:
Post a Comment