অণুগল্প
মাষ্টার : শম্পা সাহা
আন্দোলন চলছে। যতন সর্দার। বাবা রিক্সা চালায়। বি এ পাশ , তাও এইট থেকে টিউশনি করে নিজের পয়সায়। ঘরে আরো তিন তিনটে ভাই বোন। যতনের বড় শখ, মাষ্টারি করবে। মাইনেও আছে আবার সম্মানও।
গত আঠারো মাস যতন ধর্ণায় বসেছিল। ওর হকের চাকরি, ভাল পরীক্ষা দিয়েও পায়নি। জেদ চেপে গেছিলো, কিন্তু তারপরে আর পরীক্ষাও হয়নি। তাই সব ছেড়েছুড়ে এই রাস্তায়, ধুলো কাদায় আর বাকি সবার সঙ্গে।
বাবা ফুসফুসে ক্যান্সার ধরা পড়ার দেড় মাসের মাথায় শেষ। যতনের আন্দোলনটাও হলো না, চাকরিটাও। ও এখন টিউশনি পড়ায়।মাষ্টারির চাকরি ও কিনতে পারেনি যে!
No comments:
Post a Comment