উপত্যকা : নবনীতা ভট্টাচার্য
খনির যে দেশটা তুমি আমাকে দিতে চাও, ওটা আসলে আমার না।
আমার রক্তে রয়েছে পলিমাটির উর্বরতা, ফসলের ঘ্রাণ।
কি করে নিজেকে ছিঁড়ে ফেলি বলো?
ফসলের ঘ্রাণ মেঘে এলিয়ে পরা তীব্র দুপুর বটগাছের শীতল ছায়া মেখে খেলেছিল একদিন...
আজ খেলা নেই। আমি আছি আর আমার সাথে বহন করছি ফসলের তীব্রতা পলিমাটির সোঁদা গন্ধ।
আমার রক্তের ভেতর তীব্র আঘ্রাণ,
কালের চুম্বন। বৃষ্টির সুরায় সোঁদা মাটির গন্ধ।
খনিজসম্পদ ঢেলে সাজালেও খনি অঞ্চলে আমি বন্ধ্যা শুকনো,
খনিজ ফসল আমার জন্য নয়।
আমি যে পলিমাটি তীব্র উর্বর।
দহন শেষে একটু বৃষ্টিতেই গলে জল হয়ে যাই।
No comments:
Post a Comment