চাঁদের পরে : সৃশর্মিষ্ঠা
চিনচিনে অন্তর্বাসহীন পুরুষ যাঁর জিহ্বায় ট্রান্সপারেন্ট অনন্তমেয়াদী ব্রহ্ম, দেহরেখায় মহাশূন্যের গুণগুণ, সাঁই। নিয়ন্ত্রণে রেশমপ্রবাহ মূহুর্তরা। অবাক হরিণের পাশে নির্বাক শিকারী কুকুর। বৃন্তে বৃন্তে উথলেছে দুধ, ফুল্লসৌরভে। চণ্ডালিনী চলেছে শাঁখার কারখানায়। চণ্ডালের মুখে একথালা পান্তা, বুকে মৃতরাতের উদ্ধত লবণ। রাধিকার মতো ফুরালো রাত। শেষ চৈতালী চাঁদের নির্ধারিত অস্পষ্টতা, নতমস্তক "আজ্ঞা দাও গোঁসাই, শ্রীচরণে আঁধার হই।" একইসাথে নির্বাচিত কোণারক পুরুষের অকূল প্রণাম "আদেশ দাও হে নিরাকার, নবনির্বাণ হই।" হিলহিলে বাতাসের অলকানন্দা স্রোতে তখন
"ইহৈকস্থং জগৎ কৃৎস্নাং পশ্যাদ্য চরাচরম্..."
No comments:
Post a Comment