Friday, 14 April 2023

পয়লা বৈশাখ সংখ্যা | ১৪৩০, রিতা মিত্র

 


ভাবনার ডিঙি নৌকা : রিতা মিত্র


তার কোনো নির্দিষ্ট নিশানা নেই
তাই মনে কোণে নিরাশার মেঘও নেই
সে ভাবনার ডিঙি নৌকায় ভেসে বেড়ায়
তবে আশ্চর্য দ্বীপের নাম শোনেনি কখনও

যাত্রার বিবরণ শুনতে চাইলে জল টলটলে নদী সবুজ ঘাসের গালিচা নীল আকাশ পেঁজা মেঘের ভ্যালার কথা বলে

আচ্ছা তুমি সূর্যাস্ত দেখনি? 
সূর্যাস্ত! সে আবার কী? 
সূর্য পেছনের দরজা দিয়ে রাত্রি যাপনে গেছে
সকালে সদর দরজা খুললেই দাঁড়িয়ে আছে দেখতে পাবে। 





No comments:

Post a Comment