Friday 14 April 2023

পয়লা বৈশাখ সংখ্যা | ১৪৩০, পারমিতা ভট্টাচার্য

 

দোল : পারমিতা ভট্টাচার্য 


তুমি বা আমি যা রঙ মাখার মেখে ফেলেছি
এখন শুধু ধোয়ার পালা, যেখানে যতটুকু রঙ লেগে আছে
বিবর্ণ হওয়ার পালা, 
যতই পলাশ ফুটুক, কোকিল ডাকুক, পাড়ার সবাই আবির নিয়ে আসুক, 
আর সকলের কাছে বসন্ত রঙের ঋতু হলেও 
তোমার-আমার কাছে বসন্ত নিঃস্ব হওয়ার ঋতু,
বিচ্ছিন্ন থাকার ঋতু, অপেক্ষা ফুরিয়ে আসা ঋতু 





No comments:

Post a Comment