Friday 14 April 2023

পয়লা বৈশাখ সংখ্যা | ১৪৩০, লীনা সাহা

 


স্রোত : লীনা সাহা 


এই যে তুমি, বারবার ধেয়ে আসছো উদভ্রান্তের মতো। 

মেপে নিচ্ছো উরু, স্তন, কোমরের আশপাশ। 

আলতো করে কখনও বা পায়ের পাতা দিলে ছুঁয়ে । 

উপুড় হওয়া একটা আস্ত বদ্বীপ গিলে নিচ্ছে স্রোত ।
 ভয়ে জড়োসড়ো, সরে দাঁড়ালো মেয়েটা! 

ধরো, তখন দুপুর গড়িয়ে বিকেল।
খুব জোর বৃষ্টি এলো । হঠাৎ
ছোট জামা গায়ে বান্ধবীদের বাঁধ ভাঙ্গা সে কি উদ্দাম হাসি। 

এই শহরেই সতীত্ব উড়ছে ঘাট থেকে ঘাটে ! 

ভিন্ন কারও সাথে..

দূর প্রান্তদেশে আঙুল জড়িয়ে পুড়ছে জোনাকি। আর তোমার অবিরাম স্রোত.... 

যত্নে গড়া এলোমেলো তখন। বৃষ্টি ভেজা শৈশব। 

সাক্ষী থাকলো নিয়ন বাতি।  স্রোত।





No comments:

Post a Comment