আমাদের জলছবি : রুনা দত্ত
ঝরা পাতার গল্পের মতো চরিত্ররা ফিরে
আসে বারে বারে
কি জানি! কিসের জন্য পলাশ ফোটে আজও..
কিসের জন্য অকাল বসন্ত
কিছুই ভাবতে পারিনা বলেই হয়তো
বিবর্ণ হলুদ বিষণ্নতার ঘিরে থাকা ..
কতদিন হয়ে গেলো কলমের কালিতে
জীবনের শব্দরা ঠিকঠাক দানা বাঁধে না
শুধুই বিদিশার নিশার মতো
ছায়ামেদুরতায় নিজেকে খুঁজে ফেরা
তোমার সাথেই রামধনু রঙে জলছবি
আঁকার স্বপ্ন দেখেছিলাম
বিনে সুতোর বাঁধন হয়তো
একজীবনের স্বপ্নকে এখনো ছুঁয়ে
ধূসরতার বুক চিরে ঝিরি ঝিরি
বৃষ্টির ফোঁটায় আজ আবার ভিজে যাচ্ছে ...
তোমার আমার শহর,আমাদের জলছবি,
জীবনের ক্যানভাস
এভাবেই সবুজের ঘ্রাণে
অকাল বসন্ত বা অকাল শ্রাবণে
ঝরাপাতায়..
কোন একদিন ঠিক ফুটবে
পলাশ কৃষ্ণচূড়া বা জুঁই হাসনুহানা
সেদিন আঁকবো তোমার আমার বা আমাদের
পূর্ণাঙ্গ জলছবি জীবনের ক্যানভাসে।
No comments:
Post a Comment