Friday 14 April 2023

পয়লা বৈশাখ সংখ্যা | ১৪৩০, রূপক চট্টোপাধ্যায়

 


কৃতকাজ  : রূপক চট্টোপাধ্যায় 

কৃতকর্ম গলায় বেঁধে ডুবে গেছি। ভরাডুবি হয়েছি
এক ছটাক জীবনের হ্রদে। মাঝি - নৌকা - দাঁড় 
কোনকালেই আমাকে টানেনি। শুধু জল টেনেছে 
বার বার।  জলেই জীবন। জীবনের তরলীকৃত 
রূপেই পাপ হয়ে বয়ে যায় যে জোৎস্নায়, আমি সেই 
স্রোত প্রবাহিত শৈবাল। সুচতুর মাছ। রূপোলী বিদ্যুৎ। 

কৃতকর্ম পায়ে বেঁধে জাঁকিয়ে  বসেছি  
 ভবের হাটে চতুর বণিক। তুমি আমাকেই
বিক্রি করে দিলে হাট খোলা আকাশ, ঘাসের উপর 
সস্তায় ফড়িং সঙ্গম, বৃত্তচাপ ছুঁয়ে চলে যাওয়া ট্রেন,
অপু দর্গার ছায়া পড়ে হেটে চলা দূর! আমিই সব কিনে নিঃস্ব হয়ে ফিরে যাই চাঁদবেনে বেশে।




No comments:

Post a Comment