অভিযোজন : বিধুরা ধর
মুখ আর মুখোশের আড়ালে
রক্তাক্ত বেড়াজাল মননে
ভেদ করে ধ্বনিত হতে চায়
অব্যক্ত হাহাকার।
জরাজীর্ণ ক্লেদাক্ত মন
একটানা ভালোবাসার বৃষ্টিতে
পুঞ্জিভূত মনের মেঘ সরিয়ে
খোঁজে ভরসার হাত.....
আর সে হাতে থাকে উদগ্র থাবা
লালসার কদর্য রূপ
ভরসা থেকে ভয়াল নীতি
মেনে নেওয়া ই অব্যক্ত সুখ।
নতুন আলো প্রাণের পরশ
খুঁজে চলে নির্ভরতা
সকাল থেকে রাত
ঋদ্ধ মনের গহনে চলে
অভিযোজন ভালোবাসার।
No comments:
Post a Comment