রাধা জন্ম : দেবযানী ভট্টাচার্য
রাতের অন্ধকারে দৃশ্যের বাস্তবতা ফুরিয়ে এলে হারিয়ে যায় পথের ঠিকানা,এক একটি কুয়াশা মাখা পথ আহ্বান করে দুর্ভেদ্য অস্পষ্টতার দিকে হেঁটে যেতে ---, বাঁশিতে বেজে ওঠে সুর,
কুয়াশার চাঙড় ভেঙে ভেঙে ঝুরো ঝুরো মায়াময় হিম মাখা পথ ধরে হেঁটে যেতে যেতে আমিও কেমন হয়ে উঠি রহস্যময়ী এক প্রাচীন নারী,
জন্ম হয় সংলগ্নতা ও বিচ্ছিন্নতার দ্বৈততা,
মুছে যায় নক্ষত্রলোক , খসে পড়ে সংস্কারের বসন,রাতের জরায়ু ছিঁড়ে ভূমিষ্ঠ হয় নতুন এক জন্ম, যার নাম রাধা জন্ম।
No comments:
Post a Comment