Friday, 14 April 2023

পয়লা বৈশাখ সংখ্যা | ১৪৩০, রঞ্জনা বসু

 

অণুগল্প


মার্জার : রঞ্জনা বসু



বেড়ালটি কালো রঙের ছিল না। তবুও ড্রাইভার বলে উঠলো--- "ধ্যাৎ শালা।"  যাত্রীদের মধ্যে তুলনায় বয়স্ক মানুষটি বললেন, নিরীহ মার্জার। সবই কুসংস্কার... 

আচমকা দাঁড়িয়ে গেল অটোরিক্সা। পাশের যাত্রীটি বহুক্ষণ ধরে মেয়েটির দিকে তাকিয়ে, তারপর ওর শরীরে ঝুঁকে পড়ল। মেয়েটির চোখে মুখে উৎকন্ঠা। পিছতে যাবে, ঠিক সেই মুহুর্তে স্টার্ট নিল অটো। 

   মানুষটি এবারেও প্রতিবাদী হতে গিয়ে আসন থেকে হড়কে গেল, মুখ থুবড়ে মাটিতে পড়ার আগে চিৎকার করে উঠল। আতঙ্কের ঘামে ভেজা মেয়েটির মুখটা তখন বাইরে আসার আপ্রান চেষ্টায়, কিন্তু কিছুতেই পারছে না। 




No comments:

Post a Comment