বিবাহগাথা : মহুয়া দাস
চার হাতে গাঁথা হয়েছে ভিত,
তাকে প্রাণপণ চুরমার করবার
ইঙ্গিত ছিল সুস্পষ্ট।
বালকস্বভাব নাকি দুশমন তুমি?
বালি জমিয়ে জমিয়ে কত যত্নে
ঘর সাজিয়ে, তীক্ষ্ণ লক্ষ্য রাখি,
ভেঙে না দিতে আসে ঝোড়ো ঢেউ।
তারও তোমার মতো বালকপনা।
নতুন বছরের প্রথম দিনে
আলপনা পড়ে সিঁড়ির মুখে,
ওই দিনে চার হাতে তালি দিয়ে
বেজেছিল সোহাগসানাই নাকি রণদুন্দুভি?
বিবাহ হয়েছিল কবুতর ও একজন অভিশপ্ত বালকের।
এখন রাতের দিকে
জঙ্গল উজিয়ে ভেসে আসে
কুকুরের কান্না।
No comments:
Post a Comment