Friday, 14 April 2023

পয়লা বৈশাখ সংখ্যা | ১৪৩০, দেবলীনা চক্রবর্তী

 

সংযমে ও উপশমে : দেবলীনা চক্রবর্তী 


 অথৈ মেঘমালা দিগ্বিদিকে ছড়িয়ে গেলে মনে করি আমাদের স্মরণীয় বলতে কিছুই নেই 
 ঘটনাক্রমের সাক্ষীবাহী 
 নেই যুগল একটি ছবিও 
 তবুও লিখি ...
পাহাড়ের গা বেয়ে বয়ে যাওয়া শীর্ণ নদীটি।
 

গাঢ় সন্ন্যাসী রঙ মেখে ধীরে এগিয়ে আসা
এমন একটা সন্ধ্যে হয়তো প্রাপ্য ছিল আমাদের,
যে আলোয় দেখতাম ঝিল চোখের হাসি
কলমে ছুঁতে চাইতাম ওই উদ্বেলিত হাত। 
হলুদ ডুমের নির্জন রেস্তোরায় 
জানতে চাইতাম মনন ও মেধার বর্ণমালা!

অথচ, এমন সব কল্পিত ছবিবাসর 
থেকে একটুও রঙ চুরি করতে পারবোনা কখনো|
আমার গোপন পান্ডুলিপি জুড়ে 
শুধুই চোরাবালির টান

তারপরেও আমি আমার 
পঞ্চবটি আঁচলে সিদ্ধি সাজিয়ে রাখবো 
আর 
উপশমের প্রলেপ পেতে লাঘব করতে চাইবো
 অসংযমে গেঁজিয়ে ওঠা
  অপ্রত্যাশিত ক্ষত।




No comments:

Post a Comment