Friday, 14 April 2023

পয়লা বৈশাখ সংখ্যা | ১৪৩০, পিয়াংকী

 


ধার্য যা... : পিয়াংকী
 

খুঁড়ে রেখেছি ভিত্তিপ্রস্তর 
সামর্থ্যমত জোগাড় করেছি অনশন 
এবার তরল দশায় পৌঁছনোর দায় -- সে একান্তই নিজস্ব

তবু, পথ যেহেতু নিরাকার আলেখ্য 
যেহেতু  মায়া বিলিয়ে যায় ধান
ভিক্ষের জমা মাটি আর সামান্য লবণ...
শেষ হলেই চারদিকে হাহাকার অনিদ্রা 

চৈত্র চৈতন্য এনেছে। এনেছে মোহভঙ্গ উপাচার
বৈশাখ তাই ইষ্টদেবতার গহনা
বেদীর উপর লুটিয়ে আছে দুটো  কাগজের নৌকা 
তল্লাশির পর জানা যাবে তাদের মুক্তি কোথায়

আপাতত... 
গাজনভাঙা সম্রাটের কণ্ঠে শুধুই  পালক আহ্বান





No comments:

Post a Comment