Friday 14 April 2023

পয়লা বৈশাখ সংখ্যা | ১৪৩০, শ্রীমহাদেব

 


মগ্ন নগ্নতা : শ্রীমহাদেব

পাতার মধ্যে ঘুমিয়ে থাকে যে সুখ

তাকে ছুঁয়ে থাকি চলো
ঘৃণার মধ্যে যে অহংকার তাকে 
মুছে ফেলি নীলাভ কাঁচে
মগ্নতার যে নিমগ্ন ব্যাকরণ 
 তাকে ধুয়ে ফেলি লাল নীল জলে 

এসো শীত গ্রীষ্ম ভরসার সুখ 
এসো খোলা ম্যানহোল 
ঝটিকা সফরে এসে
বুড়ো হয়ে যেও না 

পৃথিবীর অসমাপ্ত আত্মজীবনী
ধড়হীন  ভেসে থাকা মুখ 
মুখোশ হীন যৌনতার সংলাপ
বন্ধু হতে কে আর চাইবে 
বান্ধবহীন  বন্ধা নগরে  

কলসপত্রী নিরাভরণ সুখ 
শত্রু হয়ে বেঁচে থাকো
গন্ধেশ্বরী জলে 
কিছু খই সুখ উড়ে যাক
আদরে অথবা কান্নায়
শুধু রাত্রির কাছে 
নগ্ন হই বাতাসের মতো।






No comments:

Post a Comment