অণুগল্প
বাইকালার : পৌলমী ভট্টাচার্য
শ্রেণীগত চরিত্রটা আগেই ব্যক্তিগত হয়েছিল ফণি হেমব্রমের কাছে। রাত হাঁটে; গতি নেয় চাঁদের খিদে। প্রশাসনহীন যজ্ঞকুণ্ডে ফণি ক্ষুধার্ত হয়। কালো চামড়ায় স্যাণ্ডো গেঞ্জি পরলেও লোমশ পুরুষ হোতে পারে না। শরীরের গন্ধ নেয় আদিম পুং সভ্যতা,সুক্ষ্ম উপশিরাগুলো পর্যন্ত স্ক্যানিং করে বাবু সম্প্রদায়। তৃপ্তি শেষে তারা পুতুলনাচ বাবদ টাকা পঞ্চাশেক গোঁজে অনুর্বর ভাঁজে,তবু ফণির ক্লান্ত চিৎকারে ক্লিভেজ স্পষ্ট। বাহা উৎসবে আবিষ্কারক চরিত্রটা নিজেকে পুরুষ বলেছিল সাতগুরুমের জলে। তখন নোনতা লাগেনি, এখন লাগে। চাঁদ নিভলে কান্নায় ভাসে অন্তর্বিবাহিত গোষ্ঠীর ফুলটুসি হেমব্রম।
No comments:
Post a Comment