Friday 14 April 2023

পয়লা বৈশাখ সংখ্যা | ১৪৩০, সুদেষ্ণা ভট্টাচার্য চৌধুরী

 

মাপকাঠি' : সুদেষ্ণা ভট্টাচার্য চৌধুরী

 আজকাল সব যেন খালি খালি লাগে-
 ভালো নেই জানি মন, বেশ ছিল আগে।
 চুপ করে থাকি তবু মুখে হাসি রেখে-
‌ হেসে বলি- 'ভালো আছি', শূন্যতা ঢেকে।
 'ভালো-থাকা' কাকে বলে জানি কার কাছে?
  ভালো থাকা মাপবার যন্ত্র কি আছে?
  বিষাদকে মাপতে কি লাগে মাপকাঠি -
  কি এককে মাপা যায় ভালোবাসা খাঁটি?
‌  বিজ্ঞেরা বলে,-'সবই বিজ্ঞান জেনো-
  সবকিছু মাপা যায়, এতটুকু মেনো।'
  তবু ভাবি- খালি বুক কি করে যে ভরে -
  কতখানি সুখে মন উপচে যে পড়ে?
  আনন্দে থাকলেই তবে লোকে হাসে?
  চোখের জল কি শুধু দুঃখেই আসে?
 এইটুকু সার কথা তবু যায় বোঝা-
 ভালোবাসা পেলে হয় 'ভালো থাকা' সোজা।





No comments:

Post a Comment