Friday 14 April 2023

পয়লা বৈশাখ সংখ্যা | ১৪৩০, অমিতাভ দাস

 


মোহনবাঁশি : অমিতাভ দাস 


যেভাবে আলোর কাছে যায় আদরের কথারা
সেভাবেই আমরা একদিন সমুদ্রের কাছে যাবো
আমাদের অতিলৌকিক ভ্রমণের পথে বিড়ালের
ঝরে যাওয়া মনখারাপ। ঝাউগাছে হাওয়ার শব্দ...


যেভাবে আলোর কাছে যাই, পুরোনো সম্পর্ক 
তত বেশি কাছে চলে আসে। দ্রাক্ষাবন আর ভ্রমর
নিশি আর রাত্রিচর। জঙ্গলের ভিতর অন্ধকার
নিশিপাখি ডাকে...তখন শব্দ ওঠে পাহাড়ী ঝর্ণায়


আলোর কাছে যেতে যেতে দেখে ফেলি ঈশ্বরের মুখ
আদরের কথার ভিতর বেজে ওঠে মোহন বাঁশির সুর...






No comments:

Post a Comment