বড় : সুশান্ত সেন
হটাৎ কেমন বড় হয়ে যাই।
বড় হয়ে বারো ঘর একটা উঠান দেখি
দেখি মেঘ ভেঙে রোদ্দুর টা উঠান ঘিরে রেখেছে
কাউকে ঢুকতে দিচ্ছে না রাজবাড়ীর দারোয়ান।
সে কেবল লাঠি ঠুকছে আর বলছে ' তফাৎ যাও' ক্ষুধিত পাষাণ এর সময় ফিরে এলো বুঝিবা।
অনেক দূরের ঘন্টা শোনা যায়
শোনা যায় চলমান পথিক এর আহ্বান।
ধীরে বড় হয়ে যাই
আর পবিত্র ও সত্যনিষ্ঠ থাকিনা।
পাপ জমা হয় মনের ভেতর,
আমোঘ গতিতে সে চারপাশ গ্রাস করতে থাকে
আমি বড় হয়ে যাই।
No comments:
Post a Comment