Friday, 14 April 2023

পয়লা বৈশাখ সংখ্যা | ১৪৩০, তরুণ আঁকড়ে

 


সময় : তরুণ আঁকড়ে


সময় বড় একলা চলে সঙ্গে নেয়না কাউকেই সে

রাতের তারা খষার শব্দের মতো... নির্জন গতি
কত বসন্তের সময় শেষ হল
তবু একটি বসন্ত থমকালো তোমার এলো চুলের সন্ধ্যার গন্ধে। 
পড়ে রইল অনন্ত যৌবন পোড়া মাটির সংসার
হিসেবি জীবনের আটপৌরে ঘর কন্নারা, 
হাত ধরে কে নিয়ে চলে কপিলাবস্তু নগরে
কোন এক প্রেম অভিলাশের অভিষার যাত্রার রথ। 
এইবার সময় থমকে দাঁড়ায় হাত ধরে
চীর শান্তির দেশে সময়ের সাথে সাথে পা চলে।





No comments:

Post a Comment