দূরের আভাসে : কেতকী বসু
সবুজের সমারোহে তোমার মুখচ্ছবি,চিনে নেওয়া
ভালোবাসা তোমাকে জড়িয়ে থাকে,
সাদা শার্টের স্ব ক্ষেত্রে স্থান করে নেওয়া স্বাচ্ছন্দ্য,
প্রমাণ রেখে যাওয়া ভালোবাসার স্বক্ষতা,
লেন্সের ওপারে বিশ্বাসী চোখ দিন গোনে অপেক্ষার,
সারল্যের মৃদু আস্ফালনে সময়ও কাছে টানে,
স্পষ্ট কথার মুগ্ধতা ছুঁয়ে যায় দূষণ পরিবেশে।
ট্রেনের সময়ের আগে উদাসী পুরুষ তুমিও ভেসে যেও
নাম হীন পরিচয়ে অজানা ঠিকানায়।
প্রতিটি বোতাম খুলে পড়ে তোমার পায়ের কাছে,
বৃষ্টি আসে ভিজে সন্ধ্যার অনামী ফুলের পরিচয়ে,
সোঁদা গন্ধের আমেজ মিশে যাক প্রান্তরের শেষ কিনারে।
গুণের আসনে কাব্যের সূচনায় বিজয়ী কবি
ধারাভাষ্যের সূচিতায় পূর্ন আসন ,
এক অসম সাহসে পার হোক সমস্ত নিস্তব্ধতা
অরূপ রূপের সুন্দর প্রকাশে।
No comments:
Post a Comment