চোখ দিয়ে ভেঙে দাও : অন্তরা দাঁ
তোমায় বোঝাতে পারছি না ঠিক
অথচ কী ভীষণ ভেঙেচুরে যাচ্ছি রোজ
বুকের ভেতর কী রকম যে হয় !
আঁকড়াতে গেলে অবহ শূন্যতা অথচ
আমি জানি তোমাকেই জড়িয়ে দিনরাত্রির আহ্নিকগতি আমার !
রেশনের চালের মত মেপে মেপে দিচ্ছ সময়
ঘটি গড়ানো সুখটুকু দিয়ে মেখে নিচ্ছি ভাতের গরস
বারোমাস গড়িয়ে যাচ্ছে দিন
ক্ষতমুখে ব্যান্ডেজ বেঁধেও আটকানো যাচ্ছে না রক্তপাত
তুমি নেই আছ ভেবে আঁকড়েছি
একা একা স্নান
ডুবে ডুবে ঝিলমিল বেলা হয়েছে গহীন রাত
ঘাট-আঘাটার সিঁড়ি অভিমানে পিছল
যখনই ছুঁয়েছে এই জাগতিক বোধ
চোখ দিয়ে ভেঙে দাও সব প্রতিরোধ।
No comments:
Post a Comment