নেগেটিভ চরিত্র : কৌশিক চক্রবর্তী
ছাই জড়ো করে কেউ অভিনয় শিখে
যবনিকা টেনে তার প্রমাণ জমায়
গোপনে ছদ্মবেশ শরীরে লাগিয়ে
মঞ্চের আশপাশে দাম বেশি চায়।
জমা হয় জনতারা জমা হয় শ্রোতা
তবুও চাঁদের জমি ওঠেনি টিকিটে
অভিযান থেকে সবে ফিরে এসে আমি
বিদেশের হলমার্ক দেখিয়েছি পিঠে।
কেউ তাকে দাম বুঝে তারিফ শুনিয়ে
ডলারের ভ্যালু দিয়ে কিনেছে মানুষ
অথচ যেকোনো হিট পাণ্ডুলিপিতে
চেনা ঘুঁটি সরে যায় চোরাপথে ঘুষ।
নিজের শরীর থেকে গামছা সরিয়ে
কে কে কবে প্রকাশ্যে নিঙড়েছে কোণ
হয়ত অচেনা কিছু চেহারা মুখোশই
নেগেটিভ চরিত্র চেনার কারণ।
No comments:
Post a Comment