Friday 14 April 2023

পয়লা বৈশাখ সংখ্যা | ১৪৩০, চন্দ্রদীপা সেনশর্মা

 


মায়া : চন্দ্রদীপা সেনশর্মা


খুব যত্নে প্রতি রাতে গা থেকে খুলে রাখি আঁশ গন্ধ। একপাশ ফিরে শুয়ে থাকি। এক দুটো গল্প কবিতা বা নিছক শব্দ লেখার চেষ্টা করি। ঘুম আসে না, মধ্যরাতে পাশ ফিরতেই হয়। আঁশ গন্ধে ভরে ওঠে নিরুত্তর বিছানা। কখন যে ঘিরে ফেলে আমাকে। লোফালুফি করে। বিবসনা করে। সেতারে রাতের রাগ, তন্ত্রকারি অঙ্গে গৎ বাজতে থাকে।

ঘুমিয়ে পড়ি কখন। সকাল হয়। পাখিরা ওড়ে। কোমল রেখাবে ভোরের ভৈরব...



৫ মার্চ, ২০২৩, রাত ১০.৪৪




No comments:

Post a Comment