|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||
কোজাগরী সংখ্যা
অনির্বাণ মন্ডল
বিস্মৃত
কথা ছিল বৃষ্টির বুক চিড়ে দেখা
ভাঙন
ক্রমশঃ খেই হারিয়ে ফেলা
অশরীরী মোহনা
অমৃত কলসের নীচে লুকিয়ে রাখা
দাঁত ভাঙ্গা চিরুনি
আর
একটা ছাতা বিহীন অন্ধকার।
বারবার উঁচু কাঁধের পর
যখন নতজানু লজ্জা
অপেক্ষা তখনও পরাজিত সহবাস;
তবু
এভাবেই ফিরে ফিরে আসে
কালপুরুষের জীবাশ্ম;
আর
কথা থেকে যায় মাংসল অন্তর্বাসে।
No comments:
Post a Comment