Friday 30 October 2020

|| কোজাগরী সংখ্যা ≈ অনিন্দ্য দত্ত ||

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||
কোজাগরী সংখ্যা
অনিন্দ্য দত্ত



মহাজনপথ

বহুদূর হতে বহুদূরে
মহাজন পথ চলিয়াছে
বিজর,চেতন, অচেতন
তবু যেন কোথা
রয়ে গেছে নিয়ন্ত্রণ 
কোনো এক অভিষ্ঠে
কোনো এক সূর্যপথে 
যাবে বলে
চলিতেছে তারা
সন্মূখে, পশ্চাতে
অক্লান্ত  পাহারা
তাহাদের উঠ,হাতি, ঘোড়া
ক্লান্তিহীন  উদ্দেশ্যবিহীনতায় চলে যেন কোনো যাদুদন্ডে
নিয়ন্ত্রিত, বিজড়িত, পারত্রিক বলে
তাহাদের নারী,শিশু  পশম 
মাংস আর মধুর ভান্ডার
বিনিময় যার 
যাবে পাওয়া 
জমিখন্ড, রাজদণ্ড  শাসনের ভার
বিজিত প্রজাতির  হাহাকার।
মরুভূম জুড়ে কলরোল
পরাজিত,দিশাহারা,  হেরো মানুষের , ফাটা ঢোল
মধুবর্ষণের মতো, আসিয়াছে 
তাহাদের  কানে
নতুন নারীর  কঞ্চুকি ছিঁড়ে 
দুইহাতে তাহাদের বর্তূল 
স্তনদ্বয় দাবাতে
এইখানে স্কন্ধাবার তারা পাতিয়াছে

২) 

রানী,দাসী, রাজকন্যা, গণিকার 
কোনো  ভেদ নাই
সকলেরই যন্ত্র এক
খোলা যোনী
দুটি হাত পিছমোড়া
মুখের গভীরে বস্ত্রখন্ড সজোরে বোঝাই।
সংশয়ে,সন্তাপে তারা
সারল্যের পরে শুইয়াছে
তবু তারা অন্তরে বুনিতেছে আশা
বিজয়ীর সন্তানের নুতনতর ভাষা
একদিন তাহাদের শান্তি  দিবে।
অবিরাম  চলা হবে শেষ 
সবুজ  ঘাসের সেই  দেশ
মেষপালকের বহুপ্রসবা মাংসপূর্ণ 
রাজকীয় মেষ
ভয়াল দেবতার উৎসবে তারা
উৎসর্গ করিবে তাদের
অকুন্ঠ, পবিত্র রক্তধারা
পশ্চিম নিলীমার
আবার আসিবে রাত্রি
অযুত নক্ষত্রের শোভা লয়ে
বাধাবন্ধহারা।


No comments:

Post a Comment