কোজাগরী সংখ্যা
সোনালী দাস সরকার
বাংলা সদা প্রাণচঞ্চল
মাতৃভাষায় জন্মদাত্রীমা-আর আগমনীর মাতৃভূমি
সর্ব শক্তি মা একাকার এখানে
ত্রিভুবনের মা তুমি।
শরৎএর শুভ্র মিঠেল বাতাস
আগমনীর আহ্বানে
মৃদুভাব মনে শান্তিপ্রদানে
উদ্ভাসিত প্রকাশ আনে।
ব্যাকুল হৃদয়ে পুঞ্জিভূত প্রেমে
তৃপ্তিসাধনের অঞ্জলি নেন
দুর্গতিনাশিনী মহামায়া মা
বাংলার ঘরে ঘরে সুখসমৃদ্ধি দেন।
বাঙালীর মহাউৎসব প্রাণপণে
দূর্দশা দূরীভূত করায়
সুস্থ তনুমনে সপ্তস্বরে গেয়ে
মায়ের বাণী ছড়ায়।
এসো এসো কবি রচো রঙেতে
বাংলার সৌন্দর্যতা
গর্ব করুন স্বয়ং ভগবান
মর্ত্য ধামের মাধুর্যতা।
এমন আলপনা এমন প্রকৃত শোভা
ছড়াবো পুস্পে ধরিত্রী মূলে
স্বর্গবাসী আপ্লুত হয়ে মিশে যাবেন
মানুষ কে তা ভুলে!
আমার সোনার বাংলা নয় দূর্বল
সবেতে লড়াকু খেলায়
বারংবার সে সুখ পিছে ফেলে
বেদনাকে রাখেনা হেলায়।
কষ্ট পেলেই প্রকৃত জ্ঞানেন্দ্রিয় জাগে
তাই শিক্ষা দাও
মর্মাহত কিছুতেই নয় এ সময়ে
বাংলার প্রণাম নাও।
No comments:
Post a Comment