স্মৃতি
সারা দিন বাড়ির উঠনে
শিমুল তুলোর ছড়াছড়ি,
ওরা যেন দল বেধঁ-
পর ভুলে নেমে এসেছে।
চারা গাছের কচি পাতা
ফুল,কুড়ি-
সাদা চুলে,পাকা মাথায়-
জল্পনা-কল্পনায় ব্যাস্তো;
অন্যেরা মাটিতে লুটোপুটি!
তাই দেখে বাবলী;
হেসে গড়াগড়ি যায় আঙ্গিনায়
প্রকৃতি সাদে সময় কাটায়।
আমরাও বাবলী কিংবা- সুভাশীষ, ছিলাম।
No comments:
Post a Comment