Friday 30 October 2020

|| কোজাগরী সংখ্যা ≈ ফটিক চৌধুরী ||

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||
কোজাগরী সংখ্যা
ফটিক চৌধুরী



স্বপ্ন থেকে দূরে

দিনান্তের পথে ঢলে পড়া সূর্য
আকাশের নি:সীম ঝুলে থাকে
                        পাখির ডানায়
যা গোধূলির ধোঁয়ায় মিশে যায়
রাত গভীর হলে কবিরা যেমন
                 স্বপ্ন বানায়
                                 কবিতায়
স্বপ্নের মধ্যে ঘোরাফেরা করে
           ‌‌  মাকড়সার জালের মত
                         আবছা শব্দেরা
তাড়িয়ে নিয়ে বেড়ায় ভোর অবধি
আর রহস্যজাল বুনে রেখে যায়।

স্বপ্নে স্বপ্নে থাকো কবি,থাকো কবিতায়
আর গার্হস্থ্য সুখকে রাখো
                                     স্বপ্ন থেকে দূরে।


No comments:

Post a Comment